Child Helpline-১০৯৮:
সিএসপিবি প্রকল্পের সহযোগী সংগঠনের মাধ্যমে পুরাতন ঢাকা’র ৮ টি থানায় বিপদাপন্ন দুঃস্থ ও অসহায় শিশুদের জন্য Child Helpline কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে এ যাবৎ মোট ৮০৩৪ জন বিপদাপন্ন দুঃস্থ ও অসহায় শিশুকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।